পুরান ঢাকার চকবাজারে রাজ্জাক ভবনে লাগা আগুনের ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েছেন ১৮ জন।
তারমধ্যে ৯ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন বাকি ৯ জন চিকিৎসাধীন রয়েছেন তবে তাদের অবস্থা ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী অধ্যাপক সামন্তলাল সেন।
তিনি বলেন, চিকিৎসাধীন ৯ জনের কেউই ঝুঁকিমুক্ত নন এরমধ্যে চারজন বেশি ঝুঁকিপূর্ণ একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন, দ্রুত আরও দুজনকে আইসিইউতে নেয়া হবে।
সামন্তলাল সেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তার সঙ্গে যোগাযোগ করে রোগীদের পরিস্থিতি জানতে চেয়েছেন।
আহত যারা বার্ন ইউনিটে ভর্তি আছেন তারা হলেন: আনোয়ার (৫৫), মাহমুদুল (৫২), সেলিম (৪৪), হেলাল (১৮), রেজাউল (২১), জাকির (৩৫), মোজাফফর (৩২), সোহাগ (২৫), সালাউদ্দীন (৪৫)।
সোহাগের শরীরের ৬০ শতাংশ ও রেজাউলের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। ৯ জনের মধ্যে আনোয়ার, রেজাউল, জাকির ও সোহাগের শ্বাসনালি পুড়ে গেছে।
গতকাল বুধবার রাত ১১টা থেকেই এখানে দগ্ধ মানুষ আসতে থাকেন।