রাজধানীর উত্তরখান ব্যাপারীপাড়ায় হেলাল মার্কেটের কাছে তিন তলা একটি ভবনে শনিবার গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনে তিন পরিবারের আটজন দগ্ধ হয়েছেন।
তারমধ্য আজিজুল ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে মারা গেছেন।
তারা হলেন: সাগর, ডাবলু, পূর্ণিমা, আফরোজা, উর্মি, আঞ্জু ও শিশু আবদুল্লাহ। ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
ভোর ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের উত্তরা কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনটির নিচতলায় গ্যাসের লাইনে আগে থেকেই লিকেজ ছিল।
দেশলাইয়ের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গেই আগুন লাগে। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধ ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সকাল ৬টার দিকে অগ্নিদগ্ধ আট জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।