বিয়ে হল একটি সামাজিক বন্ধন। আর এই বিয়ে নিয়ে শনিবার (২৩ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন।
তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো:-
‘সংসার জীবন এমন নয় যে, যখন জোড়া বাঁধলেন, ভাবলেন তিন মাসের জীবন, কোনভাবে কাটিয়ে পার করে দিয়ে আসবেন। এটা বহুবছর ধরে পার করতে হবে, এমন ধরে নিয়েই নিজেকে শারিরিক ও মানসিকভাবে প্রস্তুতি রাখতে হবে।
যদি মনে করেন, চার পাঁচটা বিয়ে করতে সমস্যা নেই (সমাজে এরকম প্রায়ই দেখা যায়), তবে তাদের কথা আলাদা। আমার বক্তব্যের বিষয় তাদের জন্য মোটেই নয়।
ধৈর্য্য ধারণ করতেই হবে। একে অপরের জন্য হোস্টাইল বা শত্রুভাবাপন্ন হওয়া যাবেই না। আপনি সারাদিন ধরে স্বামী বা স্ত্রীর দোষত্রুটি মনে মনে বা বাহ্যিকভাবে যদি আওড়াতে থাকেন, তবে কখনোই শান্তির দেখা পাবেন না।
বৈধ কিন্তু আল্লাহপাকের খুব অপছন্দের জিনিস হচ্ছে বিবাহ বিচ্ছেদ। এটা নবী (সা:) এঁর কাছেও খুব বাজে বিষয় ছিল। কথায় কথায় ডিভোর্স দেব, এমন বাক্যচয়ন যারা করে থাকেন, তাদের মত হতভাগা আর এই জগতে নেই।
শিশুদের দিনলিপি গ্রুপে বিভিন্ন বিষয় নিয়ে লিখার পর দেখছি বিভিন্ন সাংসারিক ঝামেলা বা অশান্তি নিয়ে ইনবক্সে নক করা বেড়ে গিয়েছে। এগুলো পড়ে বেশ বিপর্যস্ত হয়ে পড়ছি।
পরামর্শ দেয়ার যোগ্যতা আমার না থাকায় সেক্ষেত্রে নিজেকে খুব অসহায় লাগে। ভালবাসা দিয়ে চেষ্টা করুন সবকিছুকে জয় করতে। অমানুষের ক্ষেত্রেও শেষ চেষ্টা করে যান, অন্তত বাচ্চাদের মুখের দিকে চেয়ে হলেও।
ভালবাসা দিয়ে বুঝাবার চেষ্টা করুন। জানি সর্বক্ষেত্রে সফলতা আসবে না। তবুও আল্লাহর উপর ভরসা রাখুন। রাগ কমিয়ে ফেলুন। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। রাগ কখনো ভালকিছু বয়ে আনে না।
সংসার তিন মাসের নয়, সারা জীবনের। গন্ডারের চামড়া বানিয়ে ফেলুন। সংসারে একে অপরের সাথে যুদ্ধ করে জেতার জন্য কোন পুরস্কার নেই, কেউ পিঠ চাপড়িয়ে বাহবা দেবে না। শুধু জ্বলেপুড়ে শেষ হয়ে যাবেন। সাথে সন্তানদের জীবনও শেষ করে যাবেন।
ধৈর্য্য আর ভালবাসার জয় অবশ্যম্ভাবী। আল্লাহপাক সহায়। স্বামী-স্ত্রী একে অপরের শত্রু নয়। কখনোই তা হওয়া উচিৎ নয়, তা হতে পারে না।’
উল্লেখ্য, তিন মাসের মধ্যে দেশের সব খাতের দুর্নীতি দূর করতে প্রধানমন্ত্রীর কাছে ১০ সৎ কর্মকর্তার সমন্বয়ে একটি উইং গঠনের প্রস্তাব দিয়ে আলোচনায় আসেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন। ২০২০ সালের ২৯ জুলাই দেশের শীর্ষ স্থানীয় একটি অনলাইন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে ওই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। ২০২১ সালের ১৪ ডিসেম্বর চাকরিজীবন শেষ করেন মিলন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: