এক ঝাঁক কর্মী নিয়ে আরও এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিভিন্ন বিভাগের জন্য অভিজ্ঞ ও শিক্ষানবিশদের খুঁজছে দেশ টেলিভিশন। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১. বিভাগের নাম: বার্তা বিভাগ। পদের নাম: বার্তা সম্পাদক, যুগ্ম ও সহকারী বার্তা সম্পাদক, জ্যেষ্ঠ বার্তা-কক্ষ সম্পাদক, বার্তা-কক্ষ সম্পাদক, জ্যেষ্ঠ প্রতিবেদক, প্রতিবেদক (স্পোর্টস, বিজনেস অনলাইন, ডিজিটাল), সংবাদ উপস্থাপক, প্রযোজনা সহকারী, জেলা ও বিভাগীয় প্রতিনিধি, মেকআপ আর্টিস্ট।
সিভি: [email protected]
২. বিভাগের নাম: ব্রডকাস্ট অ্যান্ড আইটি বিভাগ। পদের নাম: ব্রডকাস্ট প্রকৌশলী, সাউন্ড এডিটর, ভিডিও এডিটর, অনলাইন এডিটর, চিত্র সাংবাদিক, আইটি এক্সিকিউটিভ, আর্কাইভ এক্সিকিউটিভ, ইনজেস্ট অপারেটর, ইলেকট্রিশিয়ান, লাইটম্যান, টেকনিক্যাল স্টোর কিপার, স্টুডিও সহকারী।
সিভি: [email protected]
৩. বিভাগের নাম: মানবসম্পদ ও প্রশাসন বিভাগ। পদের নাম: ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ, ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর, সমন্বয়কারী, সহকারী সমন্বয়কারী, ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, শিক্ষানবিশ, গাড়ি চালক, অফিস সহকারী ও সিকিউরিটি গার্ড।
সিভি: hr. [email protected]
৪. গ্রাফিক্স বিভাগ। পদের নাম: সিনিয়র মোশন গ্রাফিক্স, এক্সিকিউটিভ ও মোশন গ্রাফিক্স এক্সিকিউটিভ।
সিভি: [email protected]
৫. বিভাগের নাম: বিক্রয় ও বিপণন বিভাগ। পদের নাম: ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও সিনিয়র এক্সিকিউটিভ।
সিভি: [email protected]
৬. বিভাগের নাম: হিসাব ও অর্থ বিভাগ। পদের নাম: ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ ও এক্সিকিউটিভ।
সিভি: [email protected]
আবেদনের শেষ তারিখ: ৩০ জুন, ২০২২