ফিচার

ভাষা আন্দোলনের সাহসী নারী লায়লা নূর

লায়লা নূর
লায়লা নূর

বায়ান্নর অনেক আগে থেকেই সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের শাখা গঠন করে সারাদেশেই বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সভা সমাবেশ চলতে থাকে— কুমিল্লাও এর বাইরে ছিল না।

সেই ভাষা আন্দোলনে সাহসী ভূমিকা রাখেন নারীরাও। তাদেরই একজন লায়লা নূর— ১৯৪৮ সাল থেকে বায়ান্নর সব আন্দোলনেই তার সক্রিয় অংশগ্রহণ ছিল।

১৯৪৮ সালে লায়লা নূর ছিলেন দশম শ্রেণীর ছাত্রী। কুমিল্লা টাউন হলে বাংলা ভাষা বিরোধী এক সভায় প্রতিবাদী বক্তব্যে বাংলাকে রাষ্ট্রভাষা করার যৌক্তিকতা সবার সঙ্গে তিনিও তুলে ধরেন।

লায়লা নূর দেশ টিভিকে বলেন, বাবার চাকরির সূত্রে বাসায় অনেক বই ছিল—পাকিস্তানে বিভিন্ন ভাষাবাসিদের পরিসংখ্যান ভালই জানতাম। তারপর আসে বায়ান্ন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ার সময় থেকেই ভাষার জন্য আন্দোলনে যোগ দেই।

সেই দিন থেকে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সোচ্চার ছিলাম শেষ পর্যন্ত জানান লায়লা নূর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ১৯৫৫ সালে একুশে ফেব্রুয়ারি পালন করতে গিয়ে গ্রেপ্তার হয়ে কারাগারে নির্যাতনের শিকারও হতে হয় তাকে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের (অব.) শিক্ষিকা ভাষা সংগ্রামী লায়লা নূর চান সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার। যেন বিকৃত হয়ে না যায় প্রাণের এ ভাষা- তরুণ প্রজন্মের কাছে এমনই প্রত্যাশা তার।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ ব্যাংকে বাবা-ছেলের প্রথম অফিস, ছবি ভাইরাল

বেশ্যা ও বিদুষীর গল্প: বাংলাদেশি সমাজ বদলের ডাক

জীবনের সব রঙ মাখতে চান তাসনুভা

বিয়ে নিয়ে যা বললেন সেই মিলন

ম্যাকডোনাল্ডসের আইসক্রিম মেশিন কেন নষ্ট থাকে?

উত্তরপত্রে ‘মাসুদ ভালো হয়ে যাও’

হাত হারিয়েও সফল পৌলোমী

বাবা দিবস আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ