আজ ৬ জুলাই, শেরপুরের কাঁটাখালী গণহত্যা দিবস। ১৯৭১'র এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর হামলায় শহীদ হন কাঁটাখালির খাটুয়াপাড়া গ্রামের ৯ জন। স্বাধীনতার ৪৩ বছর পেরিয়ে গেলেও আজো যথাযথ মর্যাদা পাননি সেদিনের শহীদেরা। তাদের স্মৃতি ধরে রাখতেও নেই কোন উদ্যোগ।
১৯৭১ সালের ৫ জুলাই। মুক্তিযোদ্ধাদের ৫৩ জনের একটি দল অপারেশন শেষ করে রাতে দুটি দলে বিভক্ত হয়ে কাটাখালির খাটুয়াপাড়া গ্রামে আশ্রয় নেন। তাদের অবস্থান জানতে পেরে পাকিস্তানি হানাদারদের খবর দেয় স্থানীয় রাজাকররা।
৬ জুলাই, ভোরের আলো ফোটার আগেই ঐ গ্রামে হামলা চালায় হানাদার বাহিনী। নির্বিচারে হত্যা করে তিন মুক্তিযোদ্ধাসহ ৯ জনকে। চালায় নির্যাতন, ধর্ষণ। সেদিনের দুঃসহ স্মৃতি আজও তাড়া করে ফেরে খাটুয়াপাড়ার মানুষকে।
সেদিন যারা পাকিস্তানি হানাদারদের সহায়তা করেছিল পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা করেও বিচার পাননি স্বজনরা।
স্বাধীনতার চার দশক পেরিয়ে গেলেও শহীদদের নাম এখনও তালিকাভুক্ত হয়নি। নির্মিত হয়নি কোন স্মৃতিস্তম্ভ।
ঐতিহাসিক কাটাখালী ব্রিজটিকে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণ করার দাবি জানান এলাকাবাসী।