পরিবেশ

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

 ফাইল ছবি
ফাইল ছবি

শ্রাবণের তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষ। এরমধ্যে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বলছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের অনেক এলাকায় বৃষ্টি হবে। এতে তাপমাত্রা সামান্য হলেও কমবে।

বুধবার (২০ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা বিভাগ বাদে দেশের বাকি ছয় বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হবে। এই বৃষ্টিতে তাপমাত্রা সামান্য কমবে।

গত দুই দিন রাজধানী ঢাকায় সামান্য বৃষ্টি হয়। বৃষ্টির সময় কিছুটা স্বস্তি মেলে। কিন্তু পরে ভ্যাপসা গরমের অনুভূতি রয়েই যায়। আজও রাজধানীতে সামান্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বুধবার (২০ জুলাই) রাজশাহী ও খুলনা বিভাগ বাদ দিয়ে দেশের অন্য ছয় বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে হালকা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া রাজধানী ও এর আশপাশের এলাকায় বৃধবার (২০ জুলাই) হালকা বৃষ্টি হতে পারে বলেন জানান শাহীনুল ইসলাম। তিনি বলেন, এই বৃষ্টিতে তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকার আশপাশে অবশ্য কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। সেই তুলনায় রাজধানীতে বৃষ্টি কম।

আবহাওয়া অধিদপ্তর জুলাইয়ের গোড়াতেই বলেছিল, এ মাসে অপেক্ষাকৃত কম বৃষ্টি হবে। এ ছাড়া দেশের কিছু এলাকার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল।

পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকা কয়েক দিন বৃষ্টিহীন ছিল। তীব্র গরমে চরম দুর্ভোগ পোহায় বিভিন্ন এলাকার মানুষ।

এখন আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় ধীরে ধীরে বৃষ্টি বাড়তে পারে। এতে সেসব এলাকার তাপমাত্রা কমতে পারে।

আজ সকালে ঢাকা ও এর আশপাশের এলাকার ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ সময়ে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। কিছু কিছু এলাকায় বৃষ্টিও হয়েছে। এ বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমায় রাজধানীবাসীর মধ্যে সামান্য হলেও স্বস্তি এসেছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

একই সময় সর্বোচ্চ বৃষ্টি হয় ফেনীতে, ৮০ মিলিমিটার। রাজধানীতে এ সময় বৃষ্টি হয় ২ মিলিমিটার।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তাপপ্রবাহ থাকবে আরো দু'দিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ