কয়েক দিনের তীব্র গরমের পর ‘হঠাৎ বৃষ্টিতে’ শীতল হল রাজধানীবাসী। বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১১টার দিকে বিভিন্ন এলাকায় বৃষ্টি নামে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির পর আগের মতো গরম পড়তে পারে।
বৃষ্টির এই সময়টায়, বিশেষ করে বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অর্থাৎ আর্দ্রতা বেশি থাকায় মূলত এমনটা হয়।
আবহাওয়া অধিদপ্তর আরও বলেছে, আজ দেশের পূর্ব ও দক্ষিণ পূর্বাংশে বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: