তীব্র গরমে এক পশলা বৃষ্টি শীতল অনুভুতি দিয়েছে রাজধানীবাসীকে। অতিষ্ঠ জনজীবনে প্রশান্তি এনেছে। কমেছে অসহ্য গরমের প্রভাব। সব মিলিয়ে আজকের এই বৃষ্টি প্রাণ জুড়িয়েছে ঢাকাবাসীর। তবে এই সামাণ্য বৃষ্টিতে রাজধানীর একাধিক জায়গায় জলজটের সৃষ্টি হয়। এতে নাগরিক জীবনে দেখা দেয় ভোগান্তি।
আবহাওয়া অধিদপ্তর সূত্র বলেছে, দুপুর ১২টার পর রাজধানীতে বৃষ্টি হয়। এ সময় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ ভোর থেকে দেশের নানা স্থানে বৃষ্টি হয়।
আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, পাবনা, বরিশাল, পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু জায়গায় এ অবস্থা প্রশমিত হতে পারে। আর সার্বিকভাবে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, কাল রাত থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত মাদারীপুরে সর্বোচ্চ ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় নোয়াখালীর মাইজদী কোর্টে ৫৯ মিলিমিটার। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল কুতুবদিয়ায় ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।