মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি থাকতে পারে। এছাড়া বৃষ্টি অন্যান্য অঞ্চলেও হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিভাগ।
দেশের পাঁচ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ। তবে কয়েক দিনের মধ্যে তাপমাত্রা বেড়ে শৈত্যপ্রবাহ কেটে যাবে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো পঞ্চগড়ে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার সকালে নওগাঁ ও মৌলভীবাজারসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।আজ (বুধবার) রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: