শেষ পর্যন্ত বাঁচানো গেল না অসুস্থ দুটি জেব্রার প্রাণ। গতকাল শনিবার সকাল ও রাতে মৃত্যু হয়েছে জেব্রা দুটির। গত কয়েক দিন ধরে জেব্রা দুটি অসুস্থ ছিল। জানুযারি মাসে এ নিয়ে ১১টি জেব্রার মৃত্যু হলো গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান জানান ২২ দিনে ৯টি জেব্রার মৃত্যুর পর গত কয়েকদিন ধরে ২টি জেব্রার মুখ দিয়ে লালা বের হচ্ছিল। এদের পেট ফুলে গিয়েছিল, হাঁটতে পারছিল না। শনিবার সকাল দুটি জেব্রা আরও অসুস্থ হয়ে পড়ে। সকাল ১১টার দিকে ওই দুটির মধ্যে একটি এবং রাতে অন্যটি মারা যায়।
জেব্রাগুলোর অসুস্থতার খবর পাঠানো হলে শনিবার সকালে জাতীয় চিড়িয়াখানার অবসরপ্রাপ্ত কিউরেটর ড. এবি এম শহীদুল্লাহ, ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারী বিভাগের অধ্যাপক ড. রফিকুল আলম, প্রফেসর আবু হাদি নুর আলী খানসহ প্রাণি বিশেষজ্ঞ ও মেডিক্যাল বোর্ডের সদস্যরা পার্কের উদ্দেশে রওনা হন। তারা আসার আগেই জেব্রাটি মারা যায়। পরে তারা জেব্রাটির ময়নাতদন্ত করেন।