বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘গুলাব’-এ পরিণত হয়েছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। ফলে সাগর উত্তাল হয়ে উঠেছে।
গতিপথ অপরিবর্তিত থাকলে রোববার বিকেলের মধ্যে উড়িষ্যা হয়ে ভারতে প্রবেশ করবে। বাংলাদেশের ওপর বড় কোনো প্রভাব পরার আশঙ্কা না থাকলেও সমুদ্র বন্দরগুলোতে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ‘গুলাব’-এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা রয়েছে। যার প্রভাব সপ্তাহব্যাপী থাকতে পারে।
ঘূর্ণিঝড়টির কেন্দ্রে গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: