অবশেষে ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফকিরের ঘাটে ভৈরব নদীর খনন কাজ শুরু হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) জেলার যাত্রাপুর বাজারের রথখোলা ব্রিজ হতে খুলনার রূপসা উপজেলার আঠারোবাকি নদীর মোহনা পর্যন্ত ১৮ কিলোমিটার দীর্ঘ ভৈরব নদীর খনন শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খননে ভৈরব নদীটির মুখে চওড়া হবে জায়গা ভেদে ২৮ থেকে ৩৬ মিটার। আর গভীরতা হবে ৪ থেকে ৬ মিটার পর্যন্ত। এছাড়া চওড়া হবে ৯ থেকে ১০ মিটার পর্যন্ত। আপাতত ১১টি এস্কেভেটর দিয়ে খনন কাজ শুরু হয়েছে। ভৈরবে খননে সুবিধা ভোগ করবেন রূপসা, তেরখাদা উপজেলা, বাগেরহাট সদর, ফকিরহাট, চিতলমারী, মোল্লাহাটসহ ৫টি উপজেলার সুবিধা বঞ্চিত বাসিন্দারা।
ভৈরব নদ খনন করায় দীর্ঘদিন পানির নিচে ডুবে থাকা ফসলের জমি ও এলাকার প্রধান ব্যবসা চিংড়ি ঘের ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।