ঈদের দিন দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরশেনের আওতাধীন রাজধানীর সব এলাকার বর্জ্য অপসারণ করা হবে—বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা।
সোমবার সকালে গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জামাল মোস্তফা বলেন, এবার কোরবানির বর্জ্য অপসারণের জন্য দুই সিটি কর্পোরেশন মিলিয়ে প্রায় ১৫ হাজার পরিচ্ছন্নতা কর্মী নিযুক্ত থাকবে।
কোরবানির পশু জবাই করার জন্য এবার ৫৪৯টি স্থান নির্ধারণ করা হয়েছে যার মধ্যে ১৮৩ স্থানে প্যান্ডেলসহ সকল সুযোগ সুবিধার ব্যবস্থার কথা সংবাদ সম্মেলনে জানানো হয়।
এদিকে, রোববার এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনের মেয়র সাঈদ খোকন বলেন, ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ সিটি করপোরশেনের আওতাধীন রাজধানীর সব এলাকার বর্জ্য অপসারণ করা হবে। কোরবানির পণ্য অপসারণের জন্য ৫ হাজার ২০০ পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের পাশাপাশি ২ লাখ ব্যাগ বিতরণ করা হবে।
২৪ ঘন্টার মধ্যে কারোর বাসার সামনে ময়লা পরিস্কার না হলে ০৯৬১১০০০৯৯৯ এ ফোন করে অভিযোগও জানানো যাবে বলে জানান তিনি।
আর ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে বসা স্থায়ী - অস্থয়ী পশুর কোরবানীর হাট এবং কোরবানীর পশু বর্জ্য অপসারণে বরবারের মতো এবারও ঢাকার দুই সিটি করপোরেশন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
এর মধ্যে রয়েছে, পশু কোরবানীর স্থান নির্ধারণ, বর্জ্য অপসারণের ব্যাগ বিতরণ, কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল, প্রচারণা।