হঠাৎ করেই বৃষ্টি হওয়ায় সারাদেশে জেঁকে বেসেছে শীত। বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে মাঘের শীতের সঙ্গে শুরু হয়েছে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি। সঙ্গে রয়েছে শৈত্যপ্রবাহ ও ঘনকুয়াশা।
কুড়িগ্রামের কোনো কোনো জায়গায় সূর্যের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে ঠান্ডায় কষ্টে রয়েছে ছিন্নমূল মানুষ।
এদিকে, এ সপ্তাহের মধ্যভাগে শৈত্যপ্রবাহ আরো বাড়তে পাড়ে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূবালী লঘুচাপ আর আরব সাগর থেকে ভেসে আসা প্রচুর মেঘের কারণে দেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হচ্ছে বলে জানান তারা।
আরো কয়েকদিন মাঝারি বৃষ্টিপাত হতে পারেও বলে জানান আবহাওয়া অফিস।