কার্বন নিঃসরণ ও জলবায়ু বিপর্যয়ের ঝুঁকি কমানো এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেয়া না দেয়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে শেষ মুহূর্তের দর কষাকষি চলছে।
প্যারিসে চলমান জলবায়ু সম্মেলনে দীর্ঘ আলোচনার শেষে নির্ধারিত সময়ের একদিন পর আগামীকাল চুক্তির খসড়া চূড়ান্ত হতে পারে। সম্মেলনের আয়োজক দেশ ফ্রান্স কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
শুক্রবার সম্মেলনের নির্ধারিত শেষ দিন স্থানীয় সময় সন্ধ্যায় এ চুক্তির ঘোষণা আসার কথা ছিল।
এদিকে, শেষ দিনের আলোচনায় একটি বৈশ্বিক চুক্তিতে পৌঁছাতে বৃহস্পতিবারও রাতভর এর খসড়া তৈরির কাজ করেছেন সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
বিপুল পরিমাণ প্রত্যাশা নিয়ে এ চুক্তি সই হওয়ার কথা রয়েছে। চুক্তির সর্বশেষ খসড়ায় বলা হয়েছে, বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হবে, যা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।