জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে যে সমস্যায় পড়তে যাচ্ছে তার থেকে উত্তরণে বিশ্বের ধনী দেশগুলোকে আর্থিক ও সামাজিকভাবে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন পোল টু প্যারিস কাম্পেইনের পরিচালক ড. ড্যানিয়েল প্রাইস।
তিনি আরো বলেন, নিচু দেশ হওয়ায় বাংলাদেশ রয়েছে সবচেয়ে ঝুঁকির মধ্যে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বহু-দেশিয় পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন পোল টু প্যারিসের বাংলাদেশ অংশের সমাপ্তি শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
চলতি বছরের শেষে প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন টুয়েন্টিফার্স্ট কংগ্রেস অব পার্টিস বা কপ-একুশ। এ সম্মেলনকে কেন্দ্র করে পোল টু প্যারিস নামক জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন করছেন দুই জলবায়ু বিজ্ঞানী। তারা নিউজিল্যান্ড ও নরওয়ে থেকে পায়ে হেটে ও বাইসাকেলে বিশ্ব ভ্রমন করে প্যারিস যাবেন।
এদের মধ্যে ড্যানিয়েল প্রাইস দক্ষিণ মেরুর অ্যানটারকটিকা থেকে ৬ দেশ ঘুরে বাংলাদেশে আসেন। তিনি বাংলাদেশের হাতিয়া, ভোলা ও সুন্দরবনে পরিদর্শন করেন।
আগামী কয়েকমাসে এ বিজ্ঞানী চীন, মঙ্গোলিয়া ও রাশিয়াতে পোল টু প্যারিস ক্যাম্পেইন নিয়ে যাত্রা করবেন। ড্যানিয়েল প্রাইসের এই যাত্রা প্যারিসে গিয়ে শেষ হবে।