রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫.৬। রোববার সকাল ৭টা ৫ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামে বসুগাঁওয়ের ২৩ কিলোমিটার উত্তরে, যা আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণাগার থেকে ৩১৮ কিলোমিটার উত্তরে অবস্থিত।
ঢাকা ছড়াও গাইবান্ধা, জামালপুর, ময়মনসিংহ ও পঞ্চগড়সহ বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।