দেশের ভাসমান জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ৩য় বারের মতো বস্তি শুনানি ও ভাসমান লোক গণনা শুরু করতে যাচ্ছে সরকার বলে জানান পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ নজিবুর রহমান।
বৃহস্পতিবার আগারগাঁও পরিসংখ্যান ভবন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নজিবুর রহমান বলেন, এ শুমারি যথাযথভাবে সম্পন্ন হলে বস্তিবাসী ও ভাসমান জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব হবে।
২৫ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বস্তি শুমারি চলবে বলেও জানান তিনি।
এবার সারাদেশের ১৩,৯৩০টি বস্তিতে এ কার্যক্রম চালানো হবে বলে জানা গেছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: