দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেন কর্মকর্তারা। সভা শেষে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের একথা জানান।
সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (ইসি) কাজী হাবিবুল আউয়াল। সভায় অন্য চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।
অশোক কুমার বলেন, ‘মাননীয় কমিশন ডিসিশন নিয়েছে যে, অনধিক ১৫০টি আসনে ইভিএমে নির্বাচন করবে। এটা অন্যান্য প্রাপ্তি সাপেক্ষে।’
সর্বোচ্চ ১৫০টি আসনের বিপরীতে ন্যূনতম কতটি আসনে ইভিএম ব্যবহার করা হতে পারে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ন্যূনতম একটাও হতে পারে। ন্যূনতমের কোনো স্কেল নেই। ওটার মেজারমেন্ট নাই। এটা হলো সর্বোচ্চ বা অনধিক।’
কোন কোন আসনে ইভিএম ব্যবহার করা হবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে অশোক কুমার বলেন, ‘সেটা শিডিউল ঘোষণা হলে বলা যাবে। এই মুহূর্তে বলা যাবে না।’
অশোক কুমার বলেন, ‘সবকিছু বিবেচনা করেই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। ১৫০টি আসন বলতে অনধিক ১৫০টি বোঝানো হয়েছে। এখন কমিশনের কাছে এক লাখ ৫০ হাজার ইভিএম মেশিন আছে। এটা দিয়ে ৭০-৭৫টি আসনে নির্বাচন করা সম্ভব।’
‘আমাদের হাতে যে ইভিএম আছে…আরও আসনে ইভিএমে ভোট করতে গেলে আরও প্রকিউর করতে হবে। আমরা এখন থেকে সেই পদক্ষেপ নেব।’