কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার (১৫ জুন) দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ পাওয়া গেছে।
কুসিকের ২৭ নম্বর ওয়ার্ডের চৌয়ারা ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রের একটি বুথে চার ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৮৭টি।
বুধবার (১৫ জুন) দুপুর পৌনে ১২টার দিকে কেন্দ্রে গিয়ে এমন চিত্র দেখা যায়। কেন্দ্রের সাত নম্বর বুথে এমন ধীরগতি হচ্ছে।
খালেদা আক্তার নামে এক নারী জানান, তিনি পৌনে ৮টায় লাইনে দাঁড়িয়েছেন। দুপুর হলেও ভোট দিতে পারেননি। এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা মোমিনুল ইসলাম বলেন, নারীদের অজ্ঞতার কারণে এবং অনেকের আঙুলের চাপ না মেলায় কিছুটা ধীরগতি হচ্ছে। চেষ্টা করছি দ্রুত ভোট গ্রহণের।
এর আগে, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোটকেন্দ্রে ৬৪০টি বুথে ভোট হচ্ছে ইভিএমে। এ নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ১ লাখ ১৭ হাজার ৯২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার দুইজন।