কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সকাল থেকে ভোটারদের সরব উপস্থিতি থাকলেও দশটার দিকে বৃষ্টির বাগড়ায় সমস্যায় পড়েছেন স্থানীয়রা।
বুধবার (১৫ জুন) সকাল ৯টায় কুমিল্লা সরকারি সিটি কলেজ অ্যান্ড স্কুল ভোটকেন্দ্রে লম্বা লাইন ছিল। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। সঙ্গে সঙ্গে ভোটাররা কেন্দ্রের ভেতরে ঢুকে পড়েন। অনেকে আবার আশ্রয় নেন স্কুলের অভিভাবক সেডে।
গতবারের মতো এবারও কুমিল্লা সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবারের মতো এই সিটির প্রতিটি কেন্দ্রে এসেছে সিসি ক্যামেরার আওতায়।

কেন্দ্রে ভোটারদের উপস্থিতি
দেশে প্রথমবারের মত সিসি ক্যামেরা বসিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট নেয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। সেই সিদ্ধান্ত অনুযায়ী কুসিকের ১০৫টি ভোটকেন্দ্র থাকছে ৮৫০টি সিসি ক্যামেরা।
এবার ২ লাখের বেশি ভোটার ১০৫ কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
ভোটকেন্দ্রের প্রতিটিতে একজন এসআইয়ের নেতৃতে আছেন পাঁচজন করে পুলিশ সদস্য। এছাড়া আটজন পুরুষ ও চারজন নারী আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে। পুলিশ ও র্যাবের স্ট্রাইকিং ফোর্স রয়েছে মাঠে।