শারীরিক সমস্যার কারণে এমনিতে হাঁটতে পারেন না। ওদিকে অনাহুত বৃষ্টি। কিন্তু তাতে কী! আবুল কাশেম সব জয় করে চলে এসেছেন ভোট দিতে।
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিতে বুধবার (১৫ জুন) সকালে এভাবে হুইল চেয়ারে চেপে কেন্দ্রে চলে আসেন ১১ নং ওয়ার্ডের আবুল কাশেম।
মুখে একগাল হাসি নিয়ে দেশ টিভিকে বলেন, ‘যত কষ্টই হোক নিজের ভোট নিজে দিব। বৃষ্টির কারণে একটু সমস্যা হয়েছে। তবু আসতে পেরে ভালো লাগছে।’
গতবারের মতো এবারও কুমিল্লা সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবারের মতো এই সিটির প্রতিটি কেন্দ্রে এসেছে সিসি ক্যামেরার আওতায়।
দেশে প্রথমবারের মত সিসি ক্যামেরা বসিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট নেয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। সেই সিদ্ধান্ত অনুযায়ী কুসিকের ১০৫টি ভোটকেন্দ্র থাকছে ৮৫০টি সিসি ক্যামেরা।
এবার ২ লাখের বেশি ভোটার ১০৫ কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
ভোটকেন্দ্রের প্রতিটিতে একজন এসআইয়ের নেতৃতে আছেন পাঁচজন করে পুলিশ সদস্য। এছাড়া আটজন পুরুষ ও চারজন নারী আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে। পুলিশ ও র্যাবের স্ট্রাইকিং ফোর্স রয়েছে মাঠে।