কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
কামরুল হাসান মঙ্গলবার (১৪ জুন) সাংবাদিকদের বলেন, ‘কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ আর কোনটি নয়-এসব বিবেচনা না করে সব কেন্দ্রকে সমান গুরুত্ব দিয়ে নিরাপত্তার ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। ২৭ ওয়ার্ডে অর্ধশতাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে বিশেষ মোবাইল কোর্ট। নির্বাচন উপলক্ষে সিটিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।’
এবার ২ লাখের বেশি ভোটার ১০৫ কেন্দ্রে ইভিএমের মাধ্যমে বুধবার (১৫ জুন) সকাল থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ভোটকেন্দ্রের প্রতিটিতে একজন এসআইয়ের নেতৃতে থাকবেন পাঁচজন করে পুলিশ সদস্য। এছাড়া আটজন পুরুষ ও চারজন নারী আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়া পুলিশ ও র্যাবের স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে।
সোমবার (১৪ জুন) সকালে জেলা স্টেডিয়ামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকনির্দেশনা দেন পুলিশ সুপার। যেকোনো অপ্রীতিকর অবস্থা তৈরি হওয়ার আগেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়। সহিংসতার চেষ্টা হলে প্রথমে লাঠি চার্জ, টিয়ারশেল এবং পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে গুলি চালাতে পারবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ভোট আয়োজনে মঙ্গলবার (১৪ জুন) কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তন থেকে কেন্দ্রে কেন্দ্রে ইভিএম বিতরণ করা হচ্ছে। ট্রাকে করে সকাল থেকে এই বিতরণ কার্যক্রম শুরু হয়।