আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ-নিরপেক্ষ ও সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সব কিছু করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব:)।
শনিবার দুপুরে মেহেরপুরে একটি পৌরসভা এবং চারটি ইউনিয়ন পরিষদের প্রার্থীদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে মেহেরপুর জেলা প্রশাসক মনসুর আলম খানের সভাপতিত্বে এই মতবিনিময় অনুষ্ঠানে নির্বাচন কমিশনার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
ইসি আহসান হাবিব বলেন, ‘নির্বাচনে পাস করতে হলে ভোটারদের কাছে যান। নির্বাচনে নকল করে পাশ করার কথা ভুলে যান। কোনো ওহি আপনাদের পাস করিয়ে দিতে পারবে না। পৌর ভোটের সব কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। কথা দিচ্ছি- নির্বাচনে কোনো ধরনের হঠকারিতা সহ্য করা হবে না। একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য যা কিছু দরকার মেহেরপুরের এই নির্বাচনে তার সবকিছুই পালন করবে কমিশন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. নুরুজ্জামান তালুকদার, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী, মেহেরপুরের পুলিশ সুপার মো. রাফিউল আলম ও মেহেরপুরের স্থানীয় সরকারের উপপরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার আবু আনছার, রির্টানিং অফিসার (চুয়াডাঙ্গা জেলার নির্বাচন অফিসার) তারেক আহমেদ।
অনুষ্ঠানে মেহেরপুর পৌরসভাসহ চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও অংশ নেন।