ব্রাহ্মণবাড়িয়ায় ভোটের লাইনে দাঁড়ানো নিয়ে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ ০৫ জানুয়ারি, বুধবার সকালে উপজেলার বাসুদেব ইউনিয়নের দতাইসাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর সদস্য প্রার্থী মোরগ প্রতীকের বাবুল মিয়া ও অপর প্রার্থী ফুটবল প্রতীকের শাহীন মিয়াকে আটক করেছে পুলিশ।
নবীনগর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অ্যাসিল্যান্ড মো. মোশাররফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের লাইনে দাঁড়ানো নিয়ে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: