করোনা ভাইরাসের কারণে ঢাকা ১০ আসনসহ ৪ টি সংসদীয় আসন ও চট্টগ্রাম সিটি নির্বাচন স্থগিত হবে কিনা তা নিয়ে জরুরি বৈঠকে বসছেন ইসি।
বৃহষ্পতিবার (১৯ মার্চ) বিকেল সাড়ে তিনটায় নির্বাচন কমিশনের এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে বিকেল ৫ টার পরে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং করবেন।
ইতিমধ্যে করোনা ভাইরাসের কারণে সরকারি -বেসরকারি সকল ধরনের অনুষ্ঠান সংক্ষিপ্ত বা বাতিল করা হয়েছে, জনসমাগম না করার জন্য সরকারের তরফে সতর্ক করা হচ্ছে, বন্ধ হয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। সেকারণে ২১ ও ২৯ মার্চ উপনির্বাচন না করার পক্ষে অনেকই বলছেন। আজ কমিশনের সভায় নির্বাচন পিছানোর বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।/ভোকা
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: