প্রচারণা নিয়ে দ্বিধাদণ্ডের মধ্যেই প্রতীক নিয়ে বুধবার থেকে দেশের বিভিন্ন জায়গায় প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন।
নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন পৌর এলাকায় এখন উৎসবের আমেজ। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা নিজেদের সমর্থনে ভোট চাইছেন। সরগরম বিভাগীয় শহরগুলোসহ জেলা শহরগুলোও।
মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা নিজেদের সমর্থনে ভোট চাইছেন। বরিশালে এরইমধ্যে শুরু হয়ে গেছে সকল ধরনের প্রচার-প্রচারণা।
সকাল থেকেই ভোটারদের কাছে দোয়া ও ভোট চাইতে শুরু করেছেন মেয়র প্রার্থীরা।
গাজীপুরের শ্রীপুরের পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শুরু করেছেন প্রচারণা। শহরের আনসার রোড এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে তারা নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি সমর্থিত প্রার্থী শহীদুল্লাহ শহীদ।
অপরদিকে, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুর রহমান তার নিজ বাড়ি মাধুখোলা এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচরাণা শুরু করেন। এসময় তিনি তার জয়ের ব্যাপারেও প্রত্যাশা ব্যক্ত করেন।
খুলনার চালনা ও পাইকগাছা পৌরসভাতেও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। নিজেদের পক্ষে সমর্থন আদায়ের জন্য প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।
সিলেটের তিন পৌরসভাতেও চলছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় এবং দোয়া ও সমর্থন চাইছেন সবাই।
পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বুধবার সকাল থেকেই যশোরে শুরু করেছেন প্রচারণা।
নাটোরের ৬টি পৌরসভার মেয়র প্রার্থীদের আনুষ্ঠানিক গণসংযোগ শুরু হয়েছে। সকল মেয়রপ্রার্থী নিজেদের বিভিন্ন কথা ও কাজ তুলে ধরে ভোটারদের কাছে করছেন ভোট প্রার্থনা।
এছাড়া রাঙামাটিসহ সারাদেশেই জোরেসোরে চলছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের গনসংযোগ।