সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা মতো পুলিশ কাজ করে যাবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক।
শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পুলিশ লাইন উদ্ধোধন শেষে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা সালাউদ্দিনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে যায়নি— উল্লেখ করে শহিদুল হক বলেন, তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে।
সালাউদ্দিনকে উদ্ধারে পুলিশ আন্তরিকভাবে চেষ্টা করছে বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: