চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে সাধারণ কাউন্সিলর পদে ২৫৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর বাতিল হয়েছে ৪১ জন প্রার্থীর মনোনয়নপত্র। তাদের মধ্যে সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী ১০ জন ও সাধারণ কাউন্সিলর প্রার্থী ৩১ জন।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে লড়তে এবার মেয়র পদে ১৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৮৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে রির্টানিং অফিসারের নেতৃত্বে বুধবার থেকে এর যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়।
সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ দিনে সকাল থেকেই চট্টগ্রামের মুসলিম হলে সিটির ৪১টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র যাচাইবাছাই শুরু হয়।
সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
তাদের মধ্যে যেসব প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রির্টানিং অফিসার আবদুল বাতেন।