আসন্ন সিটি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ (বৃহস্পতিবার) শেষ হচ্ছে। ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলরদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত চলবে।
ঢাকা উত্তরে এ পর্যন্ত সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৮২৩ জনের দধ্যে ১৫ জন ও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৯৪ জনের মধ্যে ১০ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে কমিশন। এখনো যাচাই-বাছাই চলছে।
ঢাকা দক্ষিণের ৫৭টি ওয়ার্ডের মধ্যে ২২টি ওয়ার্ডের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। এখানে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৬৩৬ জন মনোনয়ন জমা দিয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৩২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে কমিশন।
এদিকে, চট্টগ্রামে ২৩টি সাধারণ কাউন্সিলর ওয়ার্ড ও ৮টি সংরক্ষিত নারী কাউন্সিলর ওয়ার্ডের যাচাই-বাছাই চলছে। এ পর্যন্ত ২২ জন সাধারণ কাউন্সিলর ও ৬ জন নারী কাউন্সিলর প্রর্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।
যাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে তারা ৩ দিনের মধ্যে আপিল করতে পারবে।