চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়মী লীগ মনোনীত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন ও বিএনপি সমর্থিত এম মনজুর আলমসহ ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।
এছাড়া আরো ৬ মেয়র প্রার্থীকে বেলা ২টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়া সাপেক্ষে বৈধতা পাবে হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার মো.আব্দুল বাতেন।
বুধবার সকাল থেকে চট্টগ্রামের মুসলিম হলে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বচানের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই শুরু হয়।
মেয়র প্রার্থীদের যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন:
বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মনজুর আলম, আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিন, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ, ইসলামিক ফ্রন্টের মজিবুল হক শুক্কুর, বিএনএফের আরিফ মঈনুদ্দীন, ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন ও সৈয়দ সাজ্জাদ জোহা।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে লড়তে এবার মেয়র পদে ১৩ জন, সাধারণ কাউন্সিল পদে ২৮৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মেয়র পদের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাইবাছাই চলছে। এ কার্যক্রম বৃহস্পতিবারও চলবে।