আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ঢাকা উত্তরে আব্দুল আওয়াল মিন্টু ও দক্ষিণে নাসিরউদ্দিন আহমেদ মিন্টুসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার সকাল থেকে ঢাকার ২টি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বচনের মনোনয়নপত্র যাচাইবাছাই শুরু করেছে নির্বাচন কমিশন, তা চলবে ২ এপ্রিল পর্যন্ত।
প্রথম দিনেই বেশ কয়েকজন আলোচিত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে কমিশন।
সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে বলে জানায় ইসি।
তবে ঢাকার উত্তরে মিন্টুর বড় ছেলে তাবিথ আওয়ালের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। এছাড়া আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক, বিকল্প ধারার মাহী বি. চৌধুরী, সিপিবি'র জুনায়েদ সাকী, ববি হাজ্জাজসহ ১৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
আর ঢাকা দক্ষিণে বিএনপি নেতা মির্জা আব্বাস ও আব্দুস সালাম, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকনসহ ২৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি।
তবে অবৈধ ঘোষণা করা হয় বিএনপির আরেক নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুসহ ৩ জনের মনোনয়নপত্র।
এদিকে, চট্টগ্রামে মেয়র প্রার্থী আজম নাছিরউদ্দিন ও এম মনজুর আলমসহ ৭ জনের মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষণা দিয়েছে ইসি।
যাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে, তারা চাইলে আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।