আসন্ন ৩ সিটি করপোরেশন নির্বাচনের জন্য বিএনপির প্রস্তুতি রয়েছে তবে নির্বাচনে প্রার্থী ও সমর্থকদের নির্বিঘ্নে অংশহগ্রহণ নিয়ে শঙ্কায় নেতারা।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বিএনপির প্রভাবশালী পরামর্শক এমাজউদ্দিন আহমেদও নির্বাচন বিষয়ে বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ।
এ সময় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে এবং সবার ভোটাধিকার নিশ্চিত করত বিএনপির আটক নেতা-কর্মীদের জামিনে মুক্তি দেয়ার দাবি জানান তিনি।
মামলার থাকায় অনেকেই জেলে আবার অনেকে আত্মগোপনে থাকার কারণে এমন আশঙ্কা করছেন তারা। এখনো সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয়নি দাবি করে নেতারা বলেন, কমিশন অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারলে তা ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। সেইসঙ্গে ৫৪ ধারায় আটক নেতা-কর্মীদের জামিনে মুক্তি দেয়ার দাবিও জানিয়েছেন তারা।
৩ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিএনপি এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দিলেও দলটির নেতারা মেয়র-কাউন্সিলর পদের জন্য লড়তে এরইমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর প্রার্থীদের সমর্থনের বিষয়ে বিএনপি চেয়ারপারসন ২ এপ্রিলের পর তার সিদ্ধান্ত জানাবেন বলে জানানো হয়েছে।
বিভিন্ন সভায় বক্তব্য রাখতে গিয়ে দলটির নেতারা অবশ্য নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে বিএনপির ইতিবাচক মনোভাবের কথা জানাচ্ছেন। তবে মামলা ও দমন-পীড়নের কারণে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য লে. জে. মাহবুব।