নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে একজন মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে অর্ধ শতাধিক।
প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল সাড়ে দশটার দিকে পৌরসভার তারাইল ও হাটাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলামের সমর্থকরা প্রভাব বিস্তারের চেষ্টা করলে বিএনপি প্রার্থী মজিবুর রহমান ভূইয়ার সমর্থকরা বাধা দেয়।
এ সময় দুই পক্ষের গোলাগুলিতে নির্মল দত্ত নামে একজন মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এর আগে সকাল আটটা থেকে পৌরসভার ১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এ পৌরসভায় ভোটার ৩১ হাজার ২৪৯ জন।