নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি শেষ করে এনেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনীবিধি অনুযায়ি ভোট শুরুর ৪৮ ঘন্টা আগে অর্থাৎ মঙ্গলবার সকাল আটটায় শেষ হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা।
ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জামাদি।
যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনী এলাকায় মোতায়েন থাকবে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)-পুলিশ-বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫ হাজার সদস্য। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বিজিবি ও র্যা ব। আরো থাকবে র্যা বের ডগ স্কোয়াডের ১৫ টি মোবাইল টিম।
১৪১ টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে আগামীকাল। মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ৪৭৯ জন। এ নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির সেলিম ওসমান ও স্বতন্ত্র প্রার্থী এস এম আকরাম। সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে আসনটি শূণ্য হয়।