মাত্র ২৬ বছর বয়সে হাঙ্গেরির সম্মানজনক পেচ ইউনিভার্সিটিতে স্টাইপেনডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের সুযোগ পেয়েছেন বাংলাদেশি তরুণ মো. ইয়ানুর আরাফাত হোসেন।
এমবিএ শেষ করার পরপর এই বয়সে ইউনিভার্সিটি অফ পেচে ব্যবসায় প্রশাসনে পিএইচডি’র সুযোগ খুব কম শিক্ষার্থী পেয়ে থাকেন।
২০২১ সালে আইসিবিএম থেকে বেস্ট পেপার অ্যাওয়ার্ড অর্জন করা ইয়ানুর দেশ টিভিকে জানিয়েছেন, স্কলারশিপটি বাংলাদেশ এবং হাঙ্গেরি সরকারের যৌথ প্রোগ্রাম ছিল। তিনি দুই দেশেই যোগ্য বিবেচিত হন।
বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে ফিন্যান্সে এমবিএ করা ইয়ানুর একই বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স মাইনর ইকোনোমিক্সে বিবিএ সম্পন্ন করেন।
সামনের মাসের শুরুর দিকে তিনি হাঙ্গেরির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: