সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ২৫ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এই সময়ে ক্লাস-পরীক্ষা সবই স্থগিত থাকবে।
জেলার বৃহত্তম কুমারগাও বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ইতিমধ্যে পানি প্রবেশ শুরু করেছে। যেকোনো মুহূর্তে সিলেটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হতে পারে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার বিভিন্ন পয়েন্টে পানি বেড়েছে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমার শূন্য দশমিক ৯৯ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে পানি বিপৎসীমার শূন্য দশমিক ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ ছাড়া কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার শূন্য দশমিক ৩ সেন্টিমিটার এবং সারি নদের সারিঘাট পয়েন্টে পানি বিপৎসীমার শূন্য দশমিক ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর বাইরে জেলার ছোট ছোট অন্যান্য নদ-নদীর পানিও ক্রমশ বাড়ছে।