শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ১৮তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
কমিটিতে নতুন সভাপতি হিসেবে নাজমুল হুদা (দৈনিক ভোরের কাগজ) ও সাধারণ সম্পাদক হিসেবে আবদুল্লা আল মাসুদ (দৈনিক দেশরুপান্তর) নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি রাশেদুল হাসান (ডেইলি ক্যাম্পাস), যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রুদ্র (দৈনিক কালের কণ্ঠ), কোষাধ্যক্ষ হাসান নাঈম (বাংলানিউজ২৪.কম) ও দপ্তর সম্পাদক জুবায়েদুল হক রবিন (ঢাকা পোস্ট)।
কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন তানভীর হাসান (আজকের পত্রিকা), শাদমান শাবাব (দৈনিক কাজির বাজার) এবং আদনান হৃদয় (দৈনিক অধিকার) ।
এর আগে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক আসিফ মোহাম্মদ সামির এবং সহকারী অধ্যাপক মো. রিয়াদুল ইসলাম।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: