ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে জানিয়েছেন ডিন অফিসের প্রিন্সিপাল একাউন্টস অফিসার মো. শামচুজ জামান।
আগুনের উৎসের বিষয়ে তিনি বলেন, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণ করেছে। তারা জানিয়েছেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল। আগুনে গুরুত্বপূর্ণ কাগজ-পত্র ও ইলেক্ট্রনিক ডিভাইস পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
তিনি বলেন, আমাদের সার্ভারের সব তথ্য পুড়ে গেছে। এছাড়াও কম্পিউটার, ফটোকপি মেশিন, এসিসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ বিষয়ে বলেন, ডিন অফিসের কাগজপত্র পুড়ে গেছে। বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই দমকল বাহিনী আগুন নেভাতে সক্ষম হয়। পরে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কমিটি গঠন করার কথা বলেছেন।