সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ৮ এপ্রিল থেকে শুরু হতে পারে। এবারের পরীক্ষা চার ধাপে সম্পন্ন হবে। এর আগে পাঁচ ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত পরীক্ষার কেন্দ্র নির্বাচন সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ-২০২০ এর লিখিত পরীক্ষা আগামী ৮,১৫ ও ২২ এপ্রিল এবং ১৩ মে বিকেল ৩টায় গ্রহণের জন্য আপনার প্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। উল্লেখিত তারিখসমূহে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা গ্রহণের জন্য আপনার প্রতিষ্ঠান কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য অনুমতি প্রদানের অনুরোধ করা হলো।’ এর আগে পরীক্ষার সময়সূচি ছিল ১,৮, ১৫,২২ ও ২৯ এপ্রিল। সে সময়ও ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে নিয়োগ পরীক্ষার আয়োজন করার কথা জানানো হয়েছিল।
২০২০ সালের ১৯ অক্টোবর প্রাথমিকে সহকারী শিক্ষক পদে সাড়ে ৩২ হাজার জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে প্রাক-প্রাথমিকে ২৫,৬৩০টি এবং প্রাথমিকে ৬,৯৪৭টি শূন্য পদের কথা উল্লেখ রয়েছে। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছে ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী