শিক্ষা

ঢাবির সরকারি ৭ কলেজ

ফাঁকা আসনে ভর্তির দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

অনার্সে ফাঁকা আসনে ভর্তির দাবিতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা
অনার্সে ফাঁকা আসনে ভর্তির দাবিতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা

অনার্সে ফাঁকা আসন পূরণের দাবিতে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা আধা ঘণ্টা নীলক্ষেত সড়ক অবরোধ করে। পরে পুলিশ তাদের সরিয়ে দিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে।

বুধবার (২ মার্চ) বেলা ১২টার কিছু পরে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। দুপুর ১২টা ৪০ মিনিটে নিউ মার্কেট থানা পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়।

সাত কলেজে স্নাতকের তিন হাজার ফাঁকা আসনে ভর্তির দাবিতে এই বিক্ষোভ শুরু করেন তারা। সড়ক অবরোধের কারণে তখন যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনের সমন্বয়ক সাঈফ নেওয়াজ চৌধুরী বলেন, ফাঁকা আসনগুলোতে ভর্তির সুযোগ না দিলে জোরালো কর্মসূচি নেওয়া হবে।

শিক্ষার্থীরা বলছেন, সাত কলেজের মোট আসনের মধ্যে প্রায় তিন হাজার আসন এখনো ফাঁকা আছে। অথচ ভর্তি কার্যক্রম স্থগিত করে দেওয়া হচ্ছে। এটি যুক্তিসঙ্গত নয়। এতে শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে।এটি হতাশাজনক।

শিক্ষার্থীরা আরও জানান, বিষয় মনোনয়নের সময় উল্লেখ ছিল সাত কলেজের মোট আসন সংখ্যা ২৬ হাজার ১৬০টি। কিন্তু চূড়ান্ত মনোনয়নের পর ২৩ ফেব্রুয়ারি হঠাৎ জানানা হয়, সাত কলেজে মোট ২৩ হাজার ২৬২ আসনে ভর্তি নেওয়া হয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ