দীর্ঘ ২৭ দিন উপাচার্য বিরোধী আন্দোলন চলেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)। অবশেষে দুই দিন আগে সেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা হয়। কাটে অচলাবস্থা। তারই ধারাবাহিকতায় আজ (১৪ ফেব্রুয়ারি) শাবির আবাসিক হল খুলে দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে অনলাইনে ক্লাস শুরু হবে। সরকারি কোনো নির্দেশনা না এলে ২২ ফেব্রুয়ারি সশরীরে ক্লাস শুরু হবে এই ক্যাম্পাসে।
রোববার সন্ধ্যায় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এদিকে, দীর্ঘ ২৮ দিন পর নিজ কার্যালয়ে অফিস শুরু করেছেন শাবিপ্রবি'র উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। গতকাল সকালে নির্ধারিত সময়ে উপাচার্য কার্যালয়ে আসেন তিনি। দুপুর পর্যন্ত তিনি কার্যালয়ে ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।
গত ১৬ জানুয়ারি হল প্রভোস্ট পদত্যাগ আন্দোলন চলাকালে অবরুদ্ধ উপাচার্যকে মুক্ত করতে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এরপর শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের আন্দোলন শুরু করেন। দীর্ঘ ২৭ দিন আন্দোলন চলার পর শিক্ষার্থীরা শনিবার রাতে আন্দোলন প্রত্যাহার করে নেন।