শ্রেণিকক্ষে শিক্ষার্থী ধরে রাখতে শিক্ষকদের পাঠদানে আন্তরিক হওয়ার তাগিদ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। আর একাজে সফল শিক্ষকদের পুরস্কৃত করারও ঘোষণা দেন তিনি।
মঙ্গলবার সকালে সচিবালয়ে বিভিন্ন উপজেলার শিক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব নির্দেশনা দেন তিনি।
যত্রতত্র গড়ে ওঠা কিন্ডারগার্টেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অষ্টম শ্রেনি পর্যন্ত প্রাথমিক শিক্ষা চালুর বিষয়েও উদ্যোগের কথাও জানান তিনি।
মাঠ পর্যায়ে শিক্ষার হালচাল জানার পাশপাশি সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ধরে রাখতে শিক্ষকদের পাঠদানে মনযোগী হওয়ার তাগিদ দেন প্রতিমন্ত্রী জাকির হোসেন।
তিনি বলেন, শিক্ষকদের সব ধরনের সুবিধা সরকার দিচ্ছে, ভবিষ্যতে আরো দেবে।
আর শিক্ষকদের বদলী ও পদোন্নতি নিয়ে কোনো হয়রানি হলে সে বিষয়েও মন্ত্রণালয়ে অভিযোগ করার তাগিদ দিয়েছেন তিনি।
শিক্ষানীতি অনুযায়ী অষ্টম শ্রেনি পর্যন্ত প্রাথমিক শিক্ষার আওতায় করার যে নির্দেশনা রয়েছে, সে বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে উদ্যোগ নেওয়ার কথা বলেন প্রতিমন্ত্রী।
একই সঙ্গে যত্রযত্র বেআইনীভাবে গড়ে ওঠা কিন্ডারগার্টেনগুলোকে শৃংখলায় আনতেও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
প্রাথমিক শিক্ষাকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে চান— উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যত প্রজন্মকে গড়ে তুলতে হবে।