শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আজ (বৃহস্পতিবার) সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠা বন্ধ ঘোষণা করেছে সরকার।
বুধবার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন।
তিনি বলেন, গাড়িচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় আজ (বৃহস্পতিবার) দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
গত রোববার রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গত চারদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে নেমে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এ সময় রাজধানীতে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থবির হয়ে পড়ে জনজীবন।