জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের- জাবি আর্ন্তজাতিক সম্পর্ক ও ইংরেজি বিভাগে স্নাতকে ভর্তির ফল প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপ-নিবন্ধক (শিক্ষা) মোহাম্মদ আলী বলেন, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
কলা ও মানবিকী অনুষদের আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগে ৬০টি আসনের বিপরীতে ১৮ হাজার ৩৫১জন এবং ইংরেজি বিভাগে ৬৫টি আসনের বিপরীতে ১৩ হাজার ৬৭৮জন শিক্ষার্থী আবেদন করেন এবার।
প্রকাশিত ফলাফলে প্রতিটি বিভাগের জন্য আসন সংখ্যার দশগুণ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।
শনিবার সকাল থেকে মোট পাঁচটি পালায় এ দুই বিভাগের ভর্তি পরীক্ষা নেয়া হয়। উপস্থিতির হার ছিল ৭২%।
উপ-নিবন্ধক জানান, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu/admissionresults/ থেকে অথবা মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে JU গতকাল থেকে রোববার- আজ পর্যন্ত কলা ও মানবিকী অনুষদের ইতিহাস, দর্শন ও বাংলা বিভাগ এবং সোমবার জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, প্রত্নতত্ত্ব, নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের পরীক্ষা হবে।