যথাসময়ে বই ছাপা ও বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার রাজধানীর মাতুয়াইলে পাঠ্যপুস্তক ছাপার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, এখন পর্যন্ত যে সময় আছে এতে নিশ্চিত করে বলা যায় যথাসময়ে বই ছাপা ও বিতরণ করা যাবে। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া যাবে।
তিনি আরো বলেন, গতকাল মঙ্গলবার পর্যন্ত মাধ্যমিক ও মাদ্রাসার ৭০% বই উপজেলা পর্যায়ে চলে গেছে। অন্যদিকে প্রাথমিকের বই গেছে মাত্র ১%। কিছুটা জটিলতার কারণে প্রাথমিকের বই ছাপার কাজ একটু দেরিতে শুরু হয়েছে। এ জন্যই তা সরবরাহের সংখ্যা কম। তবে এ মাসের মধ্যে অধিকাংশ বই চলে যাবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পক্ষ থেকে জানা গেছে, প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত দেশের ৪ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭২৮ জন শিক্ষার্থীর জন্য ৩৩ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৭২৪টি বই ছাপানো হচ্ছে। প্রায় আটশো কোটি টাকা ব্যয়ে ২২টি ছাপাখানায় এ কাজ চলছে।
প্রসঙ্গত, প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের কয়েক বছর ধরে বছরের শুরুতে বিনা মূল্যে বই দিয়ে আসছে সরকার।