ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদের অধীন ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ৭৩০৭ জন ভর্তি-ইচ্ছুক আবেদন করেন। প্রকাশিত ফলে দেখা গেছে, আবেদনকারীদের মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৫৬৩৬ জন। পাস করেছেন মাত্র ১৪৯ জন।