শিক্ষকদের দাবি পূরণে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শুক্রবার দুপুরে রাজধানীর আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী চতুর্থ জাতীয় শিক্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বেতন নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে গঠিত মন্ত্রিসভা কমিটি শিগগিরই কাজ শুরু করবে।
সরকার শিক্ষকদের কখনো ছোট করতে চায় না— উল্লেখ করে নাহিদ বলেন, শিক্ষকরা সবসময়ই সমাজের সর্বোচ্চ সম্মানিত ব্যাক্তি।
আন্দোলনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য এ সময় শিক্ষকদের ধন্যবাদ জানান তিনি।