বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ওপর আস্থা রাখতে আন্দোলনরত শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী সৌজন্য বৈঠকে এ কথা বলেন তিনি।
শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না এ আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে আসন্ন ভর্তি পরীক্ষা এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা যাতে কোনো ভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে শিক্ষকরা যেন বিবেচনা করেন।
অক্টোবরের শেষ সপ্তাহেই কমিটির প্রথম বৈঠক শুরু হবে বলে জানান তিনি।
এদিকে, ঈদের পরপরই অবিরাম কর্মবিরতি কর্মসূচি দেয়ার ঘোষণা রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আর ১ এবং ৭ অক্টোবর থেকে সরকারি কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন কর্মসূচি পালনের কথা রয়েছে।